
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক বছরের শিশু ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার গুনবতী রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার এক বছর বয়সী শিশু ছেলে মাশরাত।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সুমি আক্তার সূর্য্য মজুমদার নামে তার আরেক ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে আসছিলো। গুনবতী রেল স্টেশন এলাকা পারাপারের সময় ঢাকা অভিমুখী গোধূলি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুমি আক্তার ও তার কোলে থাকা ১বছর বয়সী শিশু মাশরাত ঘটনাস্থলেই মারা যায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো এ ঘটনার বিস্তারিত জানতে পারিনি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]