শিরোনাম
নন্দীগ্রাম মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আনিছুর
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৭
নন্দীগ্রাম মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আনিছুর
নন্দীগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন।


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ভবনে সচিব আব্দুল বাতেনের নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।


এরপূর্বে সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের সঞ্চালনায় মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধা প্রদান করা হয়।


এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান, থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন প্রমূখ।


এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলন।


অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নব-নির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন।


উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হন আনিছুর রহমান। পরে তিনি গত ২৪ ফেব্রুয়ারি মেয়রের শপথ নেন। এরপূর্বে তিনি পৌরসভার প্যানেল মেয়র ছিলেন।


বিবার্তা/মনির/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com