
মুন্সিগঞ্জে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১কোটি ৯৭লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুক্তারপুর এলাকার ৩টি জালের কারখানায় কোস্টগার্ড স্টেশন পাগলা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাঃলিঃ,তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযানে এস জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার উপস্থিতে এর উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
বিবার্তা/তারিকুল/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]