
সাভারে ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যান চালানোর সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক গাড়ি চালক নিহত হয়েছে। এ সময় চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে দিনাজপুরের বিরামপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে চালক সোহেল মিয়া গরু নিয়ে সাভারে আসছিলেন। পরে সেই পিকআপ ভ্যানে করে অপর গাড়ি চালক কাওসার সাভারে আসার জন্য পিকআপ ভ্যানে উঠেন। পরে গরুবোঝাই পিকআপ ভ্যানটি সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যান চালক সোহেল ঘুমন্ত অবস্থায় সামনে থাকা একটি ট্রাকের পিছনে লাগিয়ে দিলে পিকআপ ভ্যানে থাকা অপর চালক কাওসার গুরুতর আহত হয়। পরে চালক সোহেল তাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে রাস্তায় এক ঘণ্টা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সন্দেহ হলে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ পিকআপ ভ্যান চালক সোহেলকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]