
সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]