শিরোনাম
সুন্দরবনে পাখি শিকারীদের দৌরাত্ম্য
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ২০:৩৯
সুন্দরবনে পাখি শিকারীদের দৌরাত্ম্য
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শীত মৌসুম আসতে না আসতেই পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ফরেস্ট স্টেশন এলাকাসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে শুরু হয়েছে অবৈধ পাখি শিকারীদের দৌরাত্ম্য। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় সংঘবদ্ধ পেশাদার পাখি শিকারী চক্র এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসা লোকজন সুন্দরবনের বিভিন্ন প্রজাতির পাখি শিকার করছে।


রবিবার বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আওতাধীন সুন্দরবনের গুলিশাখালী ফরেস্ট স্টেশন এলাকায় সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে দেখা যায়, দুই কেজি ওজনের বিলচোরা পাখি, কয়েকটি ঘুঘু ও হাতে এয়ারগান নিয়ে পাখি শিকার করে ফিরে এসেছে আবু জাফর মৃধার ছেলে রাকিব।


রাকিব জানান, এলাকায় পাখি শিকার অনেকটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।


উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ বলেন, বেআইনিভাবে পাখি শিকার বন্ধে গণসচেতনতা বাড়াতে হবে। আর তা নাহলে ভারসাম্য হারাবে প্রকৃতি।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার অফিস ইনচার্জ প্রফুল্ল কুমার রায় বলেন, নিষিদ্ধ পাখি শিকার ও এআর গান ব্যবহারে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।


বিবার্তা/রাজীব/পলাশ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com