শিরোনাম
চাকুরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মিটার রিডারদের কর্মবিরতি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ২০:১৮
চাকুরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মিটার রিডারদের কর্মবিরতি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাকুরি স্থায়ীকরণের দাবিতে নদার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডাররা রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় কর্মবিরতি শুরু করেছে।


কুড়িগ্রাম নেসকো কাযার্লয়ের সামনে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লেনিন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহায়তা করছেন। কিন্তু চাকুরি স্থায়ীকরণ না হওয়ায় তারা অনিশ্চিয়তায় পরেছেন। তাই স্থায়ীকরণের দাবীতে গত অক্টোবরে নেসকোর প্রধান কাযার্লয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবী মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম।


অবিলম্বে নেসকো কতৃর্পক্ষকে দাবি মেনে নেয়ার আহবান জানান বক্তারা।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com