
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অভি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় স্টেশন সংলগ্ন ভাটিখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত গ্যাংট্রাক ইঞ্জিন (রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত ইঞ্জিন) রংপুরে যাচ্ছিল। অভি দৌড়ে রেললাইন পার হওয়ার সময় তাতে কাটা পড়েন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানাউল হক জানান, হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]