শিরোনাম
মুন্সিগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:৩৪
মুন্সিগঞ্জে হত্যাকারীদের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান খান হত্যার বিচারের দাবীত সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার।


রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে নিহতের পরিবার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গত ২০১৭ সালে দিনে দুপুরে মুজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একইদিন রাতে ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ছেলে আরিফ খান। তবে সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও মামলার তেমন অগ্রগতি না হওয়ায় আসামিদের শাস্তি এখনো নিশ্চিত করা যায়নি ।
বিচারের দাবিতে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন পেরিয়ে যাওয়া সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে আশংকা। দ্রুত মামলাটি অগ্রগতি পূর্বক আসামিদের সর্বোচ্চ বিচারের দাবী জানায় ভোক্তভোগী পরিবারটি।


এদিকে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের অন্য সদস্যদেরও বিবাদীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান মামলা বাদী রাকিব খান। সংবাদ সম্মেলনে অংশনেয় নিহত মুজিবুর রহমানের স্ত্রী এলিজা বেগম, পুত্র শাওন খান, রাকিব খান ভাইয়ের স্ত্রী তাসলিমা বেগম।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com