শিরোনাম
আলীকদমে বন্যহাতির আক্রমণে ২ কিশোর নিহত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১২:৩৮
আলীকদমে বন্যহাতির আক্রমণে ২ কিশোর নিহত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যহাতির আক্রমণে ২ কিশোর নিহত হয়েছেন।


রবিবার (২৪ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কোনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ওমর আলী পাড়ার বাসিন্দা আব্দু ছোবাহানের ছেলে মনছুর আলম (১৭) ও মান্নান মেম্বার পাড়ার বাসিন্দা মৃত মো. হোসেনের ছেলে হুমায়ন কবির (১৬)। একই হাতির আক্রমণে আহত হয় হাফেজ নুরুল ইসলামের ছেলে মো. জুবায়ের (১৮)। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম ও চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ফেরদৌস রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান।


স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ১টার দিকে ম্যারাইংতং পাহাড় থেকে ১১টি বন্য হাতি লোকালয়ে নেমে পড়ে। এ সময় হাতির দলটি কোনা পাড়ায় হামলা করলে দুই কিশোর নিহত ও এক কিশোর আহত হন।


স্থানীয়রা জানায়, হাতির আবাসস্থলে জনবসতি গড়ে ওঠায় এবং বন উজারের ফলে খাদ্য সঙ্কটে পড়ে হাতির দল প্রতিনিয়ত জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে। হাতির আক্রমণে প্রতি বছর বান্দরবান জেলায় হতাহতের ঘটনা ঘটছে। তবে আলীকদম উপজেলায় এইবারই প্রথম।


উল্লেখ্য, গত ৪ জানুয়ারী রাতে চৈক্ষ্যং ৪নং ও ২নং ওয়ার্ডে হাতির দলটি হামলে পড়ে বেশকিছু বাড়িঘর গুড়িয়ে দেয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি কাজী রকিব উদ্দিন বলেন, নিহত দুই কিশোরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/আরমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com