শিরোনাম
মুজিববর্ষ উপলক্ষে
কুষ্টিয়ায় গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৫
কুষ্টিয়ায় গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার' এই শ্লোগানে মুজিববর্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও ১৫৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ বা ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র সুবিধাভোগিদের মাঝে বুঝিয়ে দেয়া হয়।


মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ও মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৩৩৮ টি ঘর নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে প্রথম পর্যায়ে আজ ১৫৭টি ঘরের চাবি ও দলিল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ১৫৭টি ঘরের মধ্যে মিরপুরে ৫৬টি, ভেড়ামারায় ১০০টি ও কুষ্টিয়া সদরে ১টি।


বিবার্তা/শরীফুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com