শিরোনাম
গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ১০২টি ঘরের কাগজপত্র প্রদান
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৫:৪৯
গৌরীপুরে ভূমিহীনদের মাঝে ১০২টি ঘরের কাগজপত্র প্রদান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘মুজিব বর্ষের অঙ্গিকার দশে থাকবে না কোন ভূমিহীন পরিবার’-এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি প্রদান করেছেন।


শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সরকারিভাবে নির্মিত এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পাবলিক হলে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয় গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীনদের মাঝে ১০২ টি ঘরের কাগজপত্র তুলে দেন।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপকার ভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/হুমায়ুন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com