শিরোনাম
হিলিতে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৮:৩৯
হিলিতে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর হাকিমপুরে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।


শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই উত্তরপাড়া (টুব্বগী) গ্রামে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।


জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন,আলীহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৭) বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


বিবার্তা/রব্বানী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com