
রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মো. নিক্সন মিয়া (৩০)।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদেরকে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা পরস্পর যোগসাজসে গত ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেয়ার নাম করে দুইটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত করে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]