শিরোনাম
কুড়িগ্রামে ১৫৪৯ পরিবার পাচ্ছে সরকারি ঘর
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৮:১০
কুড়িগ্রামে ১৫৪৯ পরিবার পাচ্ছে সরকারি ঘর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় কনফারেন্স রুমে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক জানান, আগামী ২৩ জানুয়ারি দেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এতে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১৫শ ৪৯ ভুমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন। এর মধ্যে সদর উপজেলায় ২০০ পরিবার, রাজারহাট উপজেলায় ৭০ পরিবার, ফুলবাড়ী উপজেলায় ১৬৫ পরিবার, নাগেশ্বরী উপজেলায় ২৬৪ পরিবার, ভুরুঙ্গামারী উপজেলায় ২০০ পরিবার, উলিপুর উপজেলায় ২০০ পরিবার, চিলমারী উপজেলায় ১০০ পরিবার, রৌমারী উপজেলায় ৫০ পরিবার ও চররাজিবপুর উপজেলায় ৩০০ পরিবার।


প্রত্যেক পরিবার ২ শতক জমিসহ দুই রুম, বাথরুম, রান্না ঘরসহ সেমি পাকা ঘর পাবেন।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com