
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ (৭০) আর নেই। গতরাত পৌনে বারোটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ( পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, মাত্র এগারো দিন আগে স্ত্রীর মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ গতরাতে ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর মাদ্রাসা মসজিদে নামাযে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
তিনি আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য ও একজন নিবেদিত প্রাণ সংগঠক মরহুম কুতুবউদ্দিন আহমেদ এর বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবার্তা/বিপ্লব/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]