শিরোনাম
উলিপুরে বিনামূল্যে বিদ্যুৎ পেলেন প্রতিবন্ধী জবিয়ল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৮:০৪
উলিপুরে বিনামূল্যে বিদ্যুৎ পেলেন প্রতিবন্ধী জবিয়ল
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও মিটার পেলেন এক প্রতিবন্ধী। বুধবার উপজেলা হাতিয়া ইউনিয়নের বিভিন্ন অভিযোগ পরিদর্শন করতে যান কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর যোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন।


পরিদর্শন কালে হাতিয়া মিয়াজী পাড়া গ্রামের মৃত কাছিম উদ্দিনের প্রতিবন্ধী পুত্র জবিয়ল হক (৫৫) ডিজিএমের সাথে দেখা করে তার দুঃখ দুর্দশার কথা জানিয়ে বলেন, “আমি প্রতিবন্ধী মানুষ, আমি পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি বাতি জ্বালাই। এর জন্য প্রতিমাসে আমাকে ২০০ টাকা করে দিতে হয়। যা আমার জন্য খুবই কষ্টকর।”এ কথা শুনে ডিজিএম নাসির উদ্দিন তাকে অফিসে আসার জন্য বলেন। আজ সকালে জবিয়ল উলিপুর পল্লী বিদ্যুৎ যোনাল অফিসে এসে ডিজিএমের সাথে দেখা করেন। জবিয়লের সার্বিক দুর্দশার কথা শুনে নিজেই ব্যথিত হয়ে মহানুভবতার পরিচয় দিতে বাধ্য হন ডিজিএম নাসির উদ্দিন। পরে একটি মিটারসহ বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।


বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে জবিয়ল জানান, “আজ আমি বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে সত্যি আনন্দিত। যা কখনই ভোলার মতো নয়।”


বিবার্তা/সেলিম/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com