শিরোনাম
মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় আ'লীগ নেতার মৃত্যু
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:০২
মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় আ'লীগ নেতার মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্যাডারের হামলায় আফসার সিকদার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।


সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পেশায় মোটর সাইকেল মেকানিক ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।


কাউন্সিলর প্রার্থী মো. নুরুল হক জমাদার বলেন, তার সমর্থক ছিলেন আফসার সিকদার।


রবিবার দুপুর আড়াইটার দিকে ৮নং ওয়ার্ডের প্রার্থী নিপ্পন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল বেপারীর নির্দেশে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী আফসার সিকদারকে পৌর এলাকার আরসি কলেজের সামনে মারধর করে ফেলে রেখে যায়।


এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা চিকিসিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে রেফার করে। সেখানে সোমবার সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া আফসার সিকদারে ছেলে মো. রিমন সিকদার এই ঘটনার উপযুক্ত বিচার চান


বিবার্তা/জসিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com