শিরোনাম
অসদাচরণের দায়ে ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান বরখাস্ত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ২০:৫১
অসদাচরণের দায়ে ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান বরখাস্ত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে নাগরিকদের সাথে অসদাচরণ, উশৃংখলতার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


রবিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্চিত, পুজা মন্ডপের দোকান উৎপাটন,পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিক লাঞ্চিত, স্থানীয় চিকিৎসকদের হুমকী প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।


এছাড়াও ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ অবস্থায় তার দ্বারা প্রশাসনিক দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা সাময়িক বরখাস্তের কথা শুনেছেন বলে জানান।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com