শিরোনাম
না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় ২২ আসামির জামিন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ২০:২৬
না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলায় ২২ আসামির জামিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামলায় চার্জশিটভুক্ত ২২ আসামি জামিন পেয়েছেন।


রবিবার (১৭ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামিদের সবার জামিন আবেদন মঞ্জুর করেন।


বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শুনানি শেষে আদালত প্রত্যেকের এক মাসের জামিন মঞ্জুর করেছেন।


প্রসঙ্গত, গত বছর ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ সময় মুসল্লিদের মধ্যে ৩৮ জন দগ্ধসহ অর্ধশত আহত হন। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। এই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com