
মাগুরার মহম্মদপুরে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ির ধাক্কায় পরশ মণি (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি এলাকার মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পরশ মৌফুলকান্দি গ্রামের ভ্যানচালক দুখু মিয়ার ছেলে। সে পলাশবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় পরশ বাইসাইকেলযোগে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিল। এসময় দ্রুতগামী একটি গাড়ি পরশের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]