শিরোনাম
শৈলকুপায় নৌকা বিজয়ী
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ২০:১৪
শৈলকুপায় নৌকা বিজয়ী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আজম ১০ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মো. তৈয়বুর রহমান খাঁন জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট।


এছাড়া বিএনপির প্রার্থী মো. খলিলুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৬৯ ও জাতীয় পার্টির প্রার্থী মো. আবু জাফর লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯২ ভোট।


দিনভর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ণ নির্বাচনের পর সন্ধ্যায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ ফলাফল ঘোষণা করেন।


দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেবার জন্য অপেক্ষা করে। দুপুরের পর পুরুষ ভোটারদের ব্যাপক হারে ভোট দিতে দেখা যায়। দুপুর ১২টার মধ্যে ৬৩ শতাংশ ভোট কাস্ট হওয়ার কথা জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসররা। এ নির্বাচনে ১৯ হাজার ৯৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, নির্বাচনে চেয়ারম্যান পদের বিপরীতে চার জন, নয় জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন ও তিন জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


শৈলকুপা পৌরসভায় মোট ভোটার ছিল ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন। প্রতিটি ভোট কেন্দ্রে এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪০০ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। নির্বাচন অবাধ ও শান্তিপুর্ণ হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


বিবার্তা/কোরবান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com