শিরোনাম
রংপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৪:৫৯
রংপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।


পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কাচারি বাজার এলাকায় গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ডুয়েটসহ অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে। সেশন জট নিরসন ও সর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।


এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। আগামীতে পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোনো উপায় নেই তাদের। অবিলম্বে দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com