শিরোনাম
দাগনভূঞাঁয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত আনসার সদস্য
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১১:৫৩
দাগনভূঞাঁয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত আনসার সদস্য
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পর পর দু’টি ককটেল বিস্ফোরণ হয়েছে।


শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।


এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বরত আরিফুল নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর কেন্দ্রে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ভোটকেন্দ্রের অদূরে এক কাউন্সিল প্রার্থীর সমর্থকদের লাঠির আঘাতে তারেক হোসেন ও সুজন নামে আরো দু’জন আহত হয়েছেন।


এ বিষয়ে দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিল প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিল উট পাখি প্রতীকের অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।


জিয়াউল হক নামের আরেক কাউন্সিল প্রার্থী জানান, ভোটকেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।


গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার সুরুজ মিয়া জানান, তাকে ও তার বাবা-মাকে মারধর করা হয়েছে।


ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এসআই আনোয়ার হোসেন।


ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com