শিরোনাম
জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৩১
জামালপুরে বিট পুলিশিং সচেতনতায় পথসভা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে জামালপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে পদযাত্রা ও পথসভার আয়োজন করে জামালপুর জেলা পুলিশ। পুলিশ সুপারের কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়, পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।


পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে জামালপুরে নারী নির্যাতন, মাদক ব্যবসা, খুনসহ বিভিন্ন অপরাধ হ্রাস পেয়েছে। বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে যত বেশী সচেতনতা বাড়বে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক তত বন্ধুত্বপূর্ণ হবে।


বিবার্তা/ওসমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com