শিরোনাম
হিলিতে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৪
হিলিতে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শুল্কায়ন মূল্য ও আদেশ জটিলতা কাটিয়ে উঠে অবশেষে গত তিন দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাউলগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বন্দরে আটকে থাকা চাউলগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ৩১টি ট্রাকে ১ হাজার ২৬২ টন চাউল আমদানি হয় যা আটকা ছিল বন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে।


হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপ সভাপতি হারুন উর রশিদ হারুন, বলেন তিন দিন চাল আটকে থাকায় বন্দরের আমদানিকারকদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এসব চাউল দেশের বাজারে প্রবেশ করলে চাউলের বাজার কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।


হিলি স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে আমদানিকৃত চাউলগুলো ছাড়করন করতে পারিনি কিছু আইনি জটিলতা থাকার কারণে। বিষয়টি সমাধান হওয়ায় বন্দরে আটকে থাকা চাউল খালাস শুরু হয়েছে।


এখন থেকে নন-বাসমতি চাউল সর্ব নিম্মে ৩৭০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করে ছাড় দেয়া হবে এবং ৪২৫ মার্কিন ডলার মূল্যের অধিক আমদানি মূল্য হলে সেই মূল্যেই সেটি শুল্কায়ন করে ছাড় দেয়া হবে।


বিবার্তা/রব্বানী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com