শিরোনাম
ডিজিটাল হলো চাঁদপুরের ২০টি ইউনিয়ন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ০৯:১০
ডিজিটাল হলো চাঁদপুরের ২০টি ইউনিয়ন
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সরকারের ‘‘ডিজিটাল বাংলাদেশ” তৈরির লক্ষ্যে ইউপিসেবা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন ডিজিটাল ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (১২ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ডিজিটালাইজেশনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ২০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে চাঁদপুর ৩ আসনের ২০টি ইউনিয়ন ডিজিটাল হলো। যা স্থানীয় সরকার পর্যায়ের জনগণের সেবা মানুষের দোরগোড়ায় নয়, মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হবে।


এ ডিজিটালাইজেশনের ফলে এখন থেকে এসব ইউনিয়নের নাগরিক সেবাসমূহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সনদসমূহ প্রাপ্তির আবেদন এবং গ্রহণ করা যাবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com