শিরোনাম
আশুলিয়ায় ইটভাটাকে ২০ লাখ টাকা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ২২:৩৮
আশুলিয়ায় ইটভাটাকে ২০ লাখ টাকা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা এবং অপর একটি ভাটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এসময় রাজু ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা ও আল আসরাফ ব্রিকসের পুরো ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।


জানা যায়, রাজু ব্রিকসের মালিক রাজু আহম্মেদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নকল স্বাক্ষরসহ কাগজ উপস্থাপন করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইটভাটাটির একটি অংশ ভেঙে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আল আসরাফ ব্রিকসের মালিক না থাকায় ভাটাটি পুরো গুড়িয়ে দেয়া হয়।


অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com