শিরোনাম
হাতিবান্ধা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয়সহ কারাগারে ৫
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ২২:২৩
হাতিবান্ধা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয়সহ কারাগারে ৫
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে চার ভারতীয় গরু চোরাকারবারীসহ পাঁচ জনকে আটক করেছে বিজিবি।


রবিবার (১০ জানুয়ারি) দুপুরে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ এবং এতে সহায়তার দায়ে বিজিবির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


রবিবার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি মো. এরশাদুল হক।


আটক ব্যক্তিরা হলো– ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শিতলকুচি থানার গীতালদহ (মরিচাটারী) এলাকার জাহিদুল ইসলামের ছেলে আমির হোসেন (২৬), আনসার আলীর ছেলে জয়নাল আবেদিন (৪৪), মজিবর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৪), তৈয়ব আলীর ছেলে রেজাউল করিম (২৫) এবং অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের গরু ব্যবসায়ী রেজাউল করিম (২৬)।


লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও হাতীবান্ধা থানা পুলিশ জানায়, গত শনিবার (৯ জানুয়ারি) রাতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতীয় চার গরু চোরাকারবারী এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করে। রবিবার তাদের জিজ্ঞাসাবাদ শেষে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক প্রকৌশলী এসএম তৌহিদুল আলম বলেন, আটক চার ভারতীয় নাগরিক ও তাদের সহায়তাকারী হিসেবে একজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে হাতীবান্ধা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আসামিদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com