শিরোনাম
"সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে"
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৯:৫৩
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।


শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে যমুনা ব্যাংকের ১৪৯তম কান্দিরপাড় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।


মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। আর জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বচ্ছ নির্বাচন প্রয়োজন। তাই পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে, যেন একজনের ভোট আরেকজন দিতে না পারে। কুমিল্লা হবে ক্লিন সিটি। বৃহত্তর কুমিল্লার উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।


যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার ফারুক আহমেদ।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com