শিরোনাম
বঙ্গোপসাগরে ২২ দিন ভেসে থাকার পর ১৮ জেলে উদ্ধার
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৯:৫২
বঙ্গোপসাগরে ২২ দিন ভেসে থাকার পর ১৮ জেলে উদ্ধার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভাসমান থাকার পর ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।শুক্রবার (৮ জানুয়ারি) গভীর সমুদ্রে টহলদেয়ার সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের দেখতে পায়। এরপর ‘নির্মূল’ ও ‘অতন্দ্র’ জাহাজ দুটি দিয়ে সেন্টমার্টিন থেকে ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় ফিশিং বোটসহ জেলেদের উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত জেলেরা হলেন কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।


উদ্ধার হওয়া জেলেরা জানায়, পটুয়াখালী থেকে ৯ ডিসেম্বর ফিশিং বোটটি ১৮ জন মাঝি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ১৭ ডিসেম্বর পায়রা বন্দর বয়ার কাছে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন যাবত তারা সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে। এ সময় জেলেরা শুকনো চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল।


শুক্রবার নৌবাহিনী জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সমুদ্রে টহলরত অবস্থায় ফিশিং বোটটিকে উদ্ধার করে। তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় নৌবাহিনী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র প্রদান করে। উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে নৌবাহিনীর সেন্টমার্টিন ঘাঁটিতে রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com