শিরোনাম
উলিপুরে ৩শ' শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:১৫
উলিপুরে ৩শ' শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে ৩শ' শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।


শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে মতিঝিল মডেল হাই স্কুল-১৯৯৪ ব্যাচের উদ্যোগে উলিপুর থানা চত্বর উপজেলার উমানন্দ কুরআনের আলো হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীসহ ৩ শ' শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।


কম্বল হাতে পেয়ে হাঁসিমুখে ছকিনা, সুরুজভান, কছভান, হাজেরা, আমিনাসহ অনেকেই বলেন, এতদিন ঠান্ডাত আছনু বাহে হামার এতি খুব জার( ঠান্ডা), এসপি হামাক কম্বল দিছে , এলা হামরা গরমোত থাইকমো, এসপি ভাল মানুষ, হামরা দোয়া করি আল্লাহ্ তার ভাল করবে।


কম্বল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, মতিঝিল মডেল হাই স্কুল-১৯৯৪ ব্যাচের রিয়াজ আহম্মেদ, তারেক, শামীম, জিয়া, তপুর, খাইরুল প্রমুখ।


কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, গত বছরের ন্যায় তার ব্যক্তিগত উদ্যোগে এবারেও জেলার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।


প্রসঙ্গত, এসপি মহিবুল ইসলাম খান কুড়িগ্রাম থেকে বদলীর আদেশ পেয়েছেন। তিনি আগামী ২৯ ডিসেম্বর কুড়িগ্রাম ত্যাগ করবেন। তার পরবর্তী কর্মস্থল পাবনা। জেলা ছেড়ে যাওয়ার মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই কর্মকর্তা।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com