শিরোনাম
ভাস্কর্য ভাংচুর মামলায় সেই দুই মাদ্রাসাছাত্রের স্বীকারোক্তি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫৬
ভাস্কর্য ভাংচুর মামলায় সেই দুই মাদ্রাসাছাত্রের স্বীকারোক্তি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মামলার দুই আসামি মাদ্রাসাছাত্র আবু বক্কর ও নাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।রবিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তারা জবানবন্দি দেয়।জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।


আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মামলার প্রধান দুই আসামি মাদ্রাসাছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের কথা স্বীকার করে। তারা মামুনুল হক ও ফায়জুল ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সিদ্ধান্ত নেয়। ঘটনার ২-৩ দিন আগে ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে।


এর আগে মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক ইউসূফ ও আল-আমীনকে চারদিনের রিমান্ড শেষে শনিবার একই আদালতে জবানবন্দি নেয়ার পর কারাগারে পাঠানো হয়।


প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে শনাক্ত করে পুলিশ তাদের গ্রেফতার করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com