শিরোনাম
মুন্সীগঞ্জে অ্যান্টিজেন কিটে করোনা পরীক্ষা শুরু
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯
মুন্সীগঞ্জে অ্যান্টিজেন কিটে করোনা পরীক্ষা শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ জেলাতে শুরু হয়েছে অ্যান্টিজেন কিট দিয়ে দ্রুত সময়ে করোনা পরীক্ষা। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ১০টা থেকে এই টেস্ট শুরু করা হয়।


মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ শহিদুল ইসলাম জানান, গত পরশু স্বাস্থ্য অধিদফতর থেকে ৫০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। আজ সাড়ে ১০ টা থেকে টেস্টের কার্যক্রম শুরু হয়। তবে তাৎক্ষণিক কাউকে রেজাল্ট দেয়া হচ্ছে না। কারণ এখানে টেস্টের স্যাম্পল নেয়ার পর তা অনলাইনের মাধ্যমে আইইডিসিআর এ পাঠানো হবে। এবং সেখানে সেই স্যাম্পল গুলো আরটিপিসিআর এর মাধ্যমে পরীক্ষা করা হবে। তারপর দুই টেস্টের রেজাল্ট নিশ্চিত হয়ে তা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রোগীদের জানিয়ে দেয়া হবে।


তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১০০ টাকা করে চার্জ নেয়া হচ্ছে। আজ এই পর্যন্ত ১১ জনকে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে।


বিবার্তা/তারিকুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com