
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে একটি মহল সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সাভারের বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরো বলেন, বাংলাদেশে এখন শুধু চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন থামাতে একটি মহল প্রতিনিয়িত দেশের মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করে যাচ্ছে। এসময় তিনি বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]