
চট্টগ্রামের মীরসরাইয়ে শ্রবণ প্রতিবন্ধী বড়ভাই আব্দুল মালেককে (২৩) বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া আক্তারও (১৪) ট্রেনে কাটা পড়ে মারা গেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাইবোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তাদের বাড়ি চাঁদপুর জেলায়। নিহত মালেক প্যারাগন ফিড মিলে চাকরি করতেন। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছেন তারা।
ওই এলাকার বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকালে মোস্তফার স্ত্রী ছেলে-মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যান। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলেন মালেক। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]