
হবিগঞ্জের নবীগঞ্জে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ছবুর মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের মানিক টাওয়ার থেকে ছবুর মিয়াকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে সন্ধ্যার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
আটক ছবুর মিয়া নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গন্ধর্ব্বপুর গ্রামের চার বছর বয়সী ভুক্তভোগী শিশুটি তার বোনের বাড়ি নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিরপুর গ্রামে বেড়াতে যায়। গত ১৪ নভেম্বর দুপুরে তার দুলাভাই ছবুর মিয়া তাকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি ক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন করেন। এক পর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে ছবুর মিয়া তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর বাড়িতে শিশুটি আবার অচেতন হয়ে পড়লে ওইদিনই শিশুকে জগন্নাথপুরে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে শিশুটির মা-বাবা যৌন নিপীড়নের বিষয়টি বুঝতে পেরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওসিসিতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৮ নভেম্বর শিশুর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় ছবুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ছবুর মিয়াকে আটক করে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]