শিরোনাম
কারো হুমকিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না: ডা. বিদ্যুৎ বড়ুয়া
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:০২
কারো হুমকিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না: ডা. বিদ্যুৎ বড়ুয়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কারো হুমকিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও আমরা ক’জন মুজিব সেনা ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া। বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটুক্তির প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।


ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলার ঐতিহ্য, এটি আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারো হুমকি ধমকিতে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না। তুরস্ক জুড়ে রয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের অগণিত ভাস্কর্য, পাকিস্তানে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, বেনজীর ভূট্টো সহ অনেকের ভাস্কর্য। তারা এসব কি জানেন না? নাকি জেনেই বিরোধিতা করছেন?



তিনি বলেন, আমরা জানি, আপনারা ষড়যন্ত্রে লিপ্ত। ভাস্কর্যের বিরোধিতা ষড়যন্ত্রেরই একটা অংশ। ষড়যন্ত্র, হুমকি-ধমকি, এগুলোকে শেখ হাসিনা ভয় পান না। একমাত্র আল্লাহকে ভয় করেন এবং আর কাউকে নয়।মামুনুল গংরা বিএনপি-জামাত শিবিরের এজেন্ট। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।


সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য তারেক ইমতিয়াজ ইমতু, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহের, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ ইউনুচ, আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানা।


বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মিঠু কুমার শীল, স্বেচ্ছাসেবক লীগ রেয়াজউদ্দিন বাজার ইউনিট শাখার সাধারণ সম্পাদক এস.এম. জাবেদ হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, এডভোকেট শান্তনু চৌধুরী, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মোঃ শাহজাহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি সুমন, সদস্য মোঃ রফিকুল ইসলা রুবেল, নুরুল আবছার, ষ্টেশন রোড ইউনিট ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, ফজলে আকবর তানভীর, সংগঠনের চাদগাঁও শাখার আহ্বায়ক নূর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম রহমান, সংগঠনের কোতোয়ালী থানা শাখার প্রতিনিধি ইমরান শুভ, ডবলমুরিং থানা শাখার প্রতিনিধি ওয়াহিদুর রহমান প্রাইম, বায়েজিদ থানা শাখার প্রতিনিধি সৌমেন ঘোষ, অন্তু দাশ, সদরঘাট থানা শাখার প্রতিনিধি গিয়াসউদ্দিন আহম্মদ জোনায়েদ, চকবাজার থানা শাখার প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com