শিরোনাম
শান্তি চুক্তির ২৩ বর্ষপূর্তি উদযাপন
পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪৭
পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্যচুক্তির ২৩ বছর পূতি উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরি। সরকারের আন্তরিকতায় পাহাড়ে যেমন পার্বত্য চুক্তি হয়েছে তেমনি বাস্তবায়নও সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।


দীঘিনালা উপজেলার সদরের কল্পরঞ্জন মাঠে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’-এর উদ্যোগে বুধবার দুপুরে আয়োজিত জনসভায় এ সব কথা বলেন বক্তারা।


সরকার ও বাঙালি জনগণের প্রতি পাহাড়িদের অবিশ্বাস-অসন্তোষ দানা বাঁধছে। দেশের প্রাকৃতিক সম্ভাবনা এবং জাতিগত বৈচিত্র্যময় জনপদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিদ্যমান রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধা করা উচিত।


সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য জেএসএস এমএন লারমার শরণার্থী বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা।


এতে বিশেষ অতিথি ছিলেন জেএসএস এমএন লারমার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা, ফটিকছড়ি উত্তর জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জনাধর্ন দে, মানবাধিকারকর্মী আব্দুর রহিম, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মবীর চাকমা।


আরো উপস্থিত ছিলেন, কবাখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা, শরণার্থী নেতা ও লেখক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী, গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা মিটন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা।


বিবার্তা/আল-মামুন/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com