
যশোরে এক কেজি দুইশ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩০ নভেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের বাড়ি রাজশাহী, পাবনা ও যশোর জেলায়।
আটকের পর তাদেরকে সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গোপন খবর আসে, একটি মাইক্রোবাসে বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় গাড়ির ছিটের নিচ থেকে এক কেজি দুইশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য এক কোটি বিশ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]