
কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় দৌলতপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে পথযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে মাস্ক বিতরণকালে দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম মামুন রেজা, মোশারফ হোসেন খান, জহুরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আহাদ আলী নয়ন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ-সম্পাদক আহমেদ রাজু, দফতর সম্পাদক সাইদুল আনাম, কোষাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুল আলম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান ও আতিয়ার রহমানসহ দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় পথচারীসহ মাস্কবিহীন সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাসে রোধে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।
বিবার্তা/শরীফুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]