শিরোনাম
পঞ্চগড়ে ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৭:২২
পঞ্চগড়ে ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ২৯ নভেম্বর। ঐতিহাসিক পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়ে এই দিবসটি পালিত হয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯ টায় দিবসের শুরুতে সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধ চত্তর স্মৃতি ফলক ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্য ভূমিতে পুস্পমাল্য অর্পণ ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ, নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।


উল্লেখ্য, ৭১’র এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাকিস্তান হানাদার মুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধা এবং পঞ্চগড়ের আপামর জনসাধারনের জন্য তাই এই দিনটি অনেক আনন্দের ও ঐতিহাসিক দিন।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com