শিরোনাম
১৫ দিন পর ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১০:৩১
১৫ দিন পর ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরের নাফনদীর মোহনায় মাছ শিকারকালে বিজিপি কর্তৃক অপহৃত বাংলাদেশী ৯ জেলেকে ১৫ দিন পর ফেরত দিয়েছে মিয়ানমার। বুধবার (২৫ নভেম্বর) মিয়ানমারের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।


ফেরত আসা জেলেরা হলেন- নুরুল আলম (৪৮), ইসমাইল ওরফে হোসেন (১৯), মো. ইলিয়াছ (২১), মো. ইউনুছ (১৬), মোহাম্মদ আলম ওরফে কালু (১১), সাইফুল (১৭), সলিম উল্লাহ (২৫), নুর কামাল (১৩) ও মো. লালু মিয়া (২৩)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।


বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুরে মিয়ানমারের মোংডুতে ১ নম্বর এন্ট্রি-এক্সিট পয়েন্টে টেকনাফ-২ বিজিবি এবং সেদেশের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জো লিন অং।


এর আগে সকাল সাড়ে ১০টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে বিজিবির প্রতিনিধিদলটি মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে পক্ষকাল কারাভোগ করা ৯ জেলেকে নিয়ে বাংলাদেশের পথে ফিরে আসে বিজিবি। ফেরত আসা জেলেদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।


ফিরে এসে টেকনাফের জালিয়াপাড়া জেটিঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান এসব তথ্য জানান। এ সময় উপস্থিতি ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়ৎ কবীর, অপারেশন অফিসার মেজর মোহাম্মদ রাহুল আসাদ প্রমুখ।


সূত্র জানায়, গত ১০ নভেম্বর সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার ৯ জেলে। বিজিপি তাদের ধরে নিয়ে যায়। পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরত চেয়ে একটি চিঠি পাঠানো হয় মিয়ানমার কৃর্তপক্ষের কাছে।


এরপর বিজিবি ও ঊর্ধ্বতন মহলের প্রচেষ্টায় জেলেদের হস্তান্তর করতে সম্মত হয় মিয়ানমার। তাদের আমন্ত্রণে বুধবার মিয়ানমারের অভ্যন্তরে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। জেলেদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


স্থানীয় জেলেরা জানান, ১০ নভেম্বর বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপ গোলাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালামাঝির নেতৃত্বে নয়জন জেলে সাগরে মাছ শিকারে যান। পরে হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে সাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com