শিরোনাম
নন্দীগ্রামে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৮:৫৭
নন্দীগ্রামে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।


সোমবার ( ২৩শে নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।


এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।


২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩৬৮০ জন কৃষক বীজ ও সার পাচ্ছে। উপজেলার কৃষকদের মাঝে বোরো (হাইব্রিড), গম, সরিষা, মরিচ, মসুর, টমেটো, পেঁয়াজ, ভুট্টা ও সূর্যমুখী বীজ প্রদান করা হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানিয়েছেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা অনেক উপকৃত হবে।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com