শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ১৮:২৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা মহামিরর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত স্নাতক ২০১৫-১৬ সেশনের ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণ ও এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পরীক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়।


মানববন্ধকারীরা বলেন, পরীক্ষা স্থগিতের দীর্ঘ ৮মাস পেরিয়ে গেলও পরীক্ষার নেয়া কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়ানি এখনো। এতে স্নাতক কোর্স অসম্পূর্ণ রয়েছে প্রায় আড়াই লক্ষ পরিক্ষার্থীর। স্নাতক সম্পন্ন না করায় চলমান বিভিন্ন চাকারিতে নিয়োগের আবেদন তথা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। এছাড়া দীর্ঘ সেশন জোটে পরতে হচ্ছে তাদের।


স্বাস্থ্যবিধি মেনে বাকি থাকা পরিক্ষা দ্রুত গ্রহণ অথবা অনুষ্ঠিত পরীক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশের দাবিজানান তারা। একই সাথে আগামী ১৫দিনের মধ্যে এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করার দাবি জানান তারা।


এর আগে শিক্ষার্থীরা স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/তারিকুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com