শিরোনাম
৫ দফা দাবিতে আখচাষী ও শ্রমিকদের সভা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৮:০৩
৫ দফা দাবিতে আখচাষী ও শ্রমিকদের সভা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ পাঁচদফা দাবি আদায়ের লক্ষে জিলবাংলা সুগার মিলস্ ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে মিলের আখচাষী ও শ্রমিক কর্মচারী সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে জিলবাংলা সুগার মিলস্ লিডিটেডের প্রবীণ আখচাষী দলিলুর রহমানের সভাপতিত্বে মিলের প্রধান গেইটে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জিল বাংলা সুগার মিলস্ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি লিচু মিয়া ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, রফিকুর ইসলাম, আখচাষী কল্য্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শিবলী, সদস্য তারেক মাহমুদসহ আখচাষী ও জিলবাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা বক্তব্য রাখেন।


আলোচনা সভায় বক্তারা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ চিনিকলে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ৫/৬মাসের বকেয়া বেতনসহ সকল পাওয়ানাদি পরিশোধ, আখচাষীদের আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করাসহ আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহের দাবি জানান।


এছাড়াও বক্তবারা বাংলাদেশ চিনি শিল্পকে রক্ষা করতে সরকারি পৃষ্ঠপোষকতায় চিনি শিল্পকে বাচাঁনো দাবি তুলে মিলের চলতি মাড়াই মৌসুমের কার্যক্রম চালুর দাবি জানান।


বিবার্তা/ওসমান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com