শিরোনাম
পদ্মা সেতুতে বসল ৩৮ তম স্প্যান, দৃশ্যমান ৫৭০০ মিটার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৬:১১
পদ্মা সেতুতে বসল ৩৮ তম স্প্যান, দৃশ্যমান ৫৭০০ মিটার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২নং পিয়ারের উপর ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হয়েছে। শনিবার দুপুর ২টা ৩৫মিনিটে পদ্মা সেতুর প্রকৌশলীদের সহযোগিতায় ৩৮ তম স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার অংশ।


পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, স্প্যানটি ১৬ নভেম্বর বসানোর পূর্ব সিডিউল ছিলো তবে নির্ধারিত পিয়ার দুটির একটি ডাঙায় অপরটি নদীত থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেনের চলাচলর উপযোগী করতে হয়েছে। এরপর কারিগরি অন্যান্য বিষয় প্রস্তুত করতে আরো কয়েকদিন সময় লেগে যায়।


শনিবার সকাল ৯টায় কুমারভাগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৮ তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ার উদ্দেশে রওনা হয়।


৬ দশমিক ১৫ কিলামিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতালা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।


বিবার্তা/তারিকুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com