শিরোনাম
রায়হান হত্যা: তদন্ত কর্মকর্তাসহ পিবিআই’র ৫ সদস্যের করোনা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২০, ১৯:৪১
রায়হান হত্যা: তদন্ত কর্মকর্তাসহ পিবিআই’র ৫ সদস্যের করোনা
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শকসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


রবিবার (১ নভেম্বর) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় তাঁদের পজিটিভ ফল আসে।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদ-উজ-জামান।


তিনি জানান, পরিদর্শক, তাঁর সঙ্গে থাকা তিনজন পরিদর্শক ও একজন কনস্টেবলের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই পাঁচজনই রায়হান হত্যা মামলার তদন্ত–সংশ্লিষ্ট ছিলেন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।


তবে তদন্ত কর্মকর্তাসহ ৫ জন আক্রান্তের বিষয়টি রায়হান হত্যা মামলার তদন্তে প্রভাব পড়বে না বলেও জানান মো. খালেদ-উজ-জামান।


তিনি বলেন, পিবিআই অনেক বড় প্রতিষ্ঠান। ৮ জন আক্রান্ত হওয়ায় রায়হান হত্যা মামলার তদন্তে প্রভাব পড়বে না। প্রয়োজনে নতুন অফিসাররা বাইরে থেকে আসবে। আমরা মামলার প্রয়োজনে যা যা দরকার সব করবো। এটা চলমান প্রক্রিয়া, চালিয়ে যেতে হবে।


এর আগে গত ১১ অক্টোবর ভোরে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com