শিরোনাম
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ২১:৪৫
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভৈষেরকুটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও ব্রিজ পুনঃ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘোগাদহ বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভৈষেরকুটি যুব উন্নয়ন সমিতি, সামাজিক সংগঠন ছায়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোহাদহ শাখাসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, গ্রামবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।


এ সময় বক্তব্য রাখেন- ভৈষেরকুটি যুব উন্নয়ন সমিতির সভাপতি গোলেনুর বেগম, সামাজিক সংগঠন ছায়ার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক এনামুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোগাদহ শাখার সহসভাপতি ডা. পরেশ চন্দ্র সরকারসহ অন্যান্যরা।


বক্তারা দাবি করেন, এবারের দীর্ঘ বন্যায় ওই গ্রামের সাথে শহরের যোগাযোগকারী একমাত্র দেড় কিলোমিটার একটি সড়ক ও একটি ব্রীজ পুরোপুরী নষ্ট হয়ে যায়। ফলে এই সড়কটি দিয়ে চলাচলে কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছে। তাদের দাবি দ্রুত সময়ে সড়কটি মেরামত ও ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com