শিরোনাম
নন্দীগ্রামে আলু ব্যবসায়ীদের জরিমানা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ২০:০৮
নন্দীগ্রামে আলু ব্যবসায়ীদের জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে আলুর বাজারমূল্য স্থিতিশীল রাখতে চার আলু ব্যবসায়ীসহ চয় জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার নন্দীগ্রাম হাট-বাজার মনিটরিং করেন।


এ সময় উচ্চমূল্যে আলু বিক্রয় করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলু ব্যবসায়ী জহুরুল ইসলামকে ৩০০ টাকা, আবুল কালাম আজাদকে ৩০০ টাকা, আব্দুস সাত্তারকে ৩০০ টাকা ও গিয়াস উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।


এদিকে একই আইনে ভাজি বিক্রেতা আব্দুল জোব্বারকে ২০০ টাকা ও ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে জুয়েল হোসেনকে ৩০০ টাকা জরিমানা করে।


ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআই তৌহিদুল ইসলাম ও কামরুজ্জামান।


বিবার্তা/মনির/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com